জানাযায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মোঃ শিবলু মিয়া’র স্ত্রী মোছাঃ তৈয়বা বেগম (৩০) স্বামীর বাড়ির লোকের সাথে অভিমান করে ঘরে থাকা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তা আচ করতে পেরে তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে ওই দিন বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মোঃ নজির আলীর স্ত্রী ছেলে মোঃ সেফুল মিয়া (২৩) ভালবাসার প্রেমিকা পাবার দাবিতে পিতা-মাতার সাথে অভিমান করে ঘরে থাকা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তার আত্মহত্যার চেষ্টাকালে তা বুঝতে পেরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply