নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় ব্যবসায়ী মহলসহ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, গত রবিবার ৬ ফেব্রুয়ারী রাত অনুমান ৮টয় নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর, বাজারের ইমতিয়াজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ করছু মিয়াকে ফাঁসানোর লক্ষ্যে দোকানে ক্রেতা সেজে পশ্চিম তিমিরপুর গ্রামের জনৈক ব্যক্তি মুদি দোকানে এক বোতল পেন্সিডিল রেখে কৌশলে চলে যায়। এলাকাবাসীর ধারণা প্রতিপক্ষের লোকজন তাকে ফাঁসানোর জন্য ডিবি পুলিশকে খবর দেয়। জনৈক ব্যক্তি চলে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল মুদি দোকানে তল্লাশি চালায়। এ সময় মুদি দোকানের ব্যবসায়ী করছু মিয়া সহ আশ-পাশের লোকজন হতগম্ভ হয়ে পড়েন। উপস্থিত লোকজনের সামনে তল্লাশী শেষে ডিবি পুলিশ এক বোতল পেন্সিডিল সহ মুদি ব্যবসায়ী করছু মিয়াকে আটক করে। পর দিন সোমবার ৭ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোর্পদ করে। মুদি ব্যবসায়ী করছু মিয়াকে ফাঁসানোর ঘটনায় এলাকায়সহ নবীগঞ্জ শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।
Leave a Reply