-
- জাতীয়
- নবীগঞ্জে এক মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট টাইম : January, 21, 2021, 10:54 am
- 338 বার
নবীগঞ্জ সংবাদদাতা :: নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজীব আহমেদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার পুত্র সজীব আহমেদ।
পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছা মাত্রাই পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply