ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প জাইকা ২ এর প্রস্তাবিত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এরাবরাক খাল পাবসস এর ব্যবস্থাপনা এফএমসি ( F M C) এর পুর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইউসুফ নগরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উক্ত কমিটির আহবায়ক আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং কমিটির সাবেক সভাপতি হাজী আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাজহারুল ইবনে মোবারক পিয়াস। এতে বিশেষ অতিথি ছিলেন, উক্ত প্রতিষ্টানের সিলেট বিভাগের উন্নয়ন বিশেষষ্গ হাবিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, হবিগঞ্জ ও মৌলভী বাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ দুলাল মির্জা, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী সিরাজ মোল্লাহ প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আতাউর রহমানকে সভাপতি, মছদ্দর আলীকে সাধারন সম্পাদক ও শফিউল আলম হেলালকে অর্থ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply