-
- জাতীয়
- নবীগঞ্জে এসিল্যান্ডের নেতৃত্বে বেরি বিলে লাল পতাকা দিয়ে সিমানা নির্ধারন
- আপডেট টাইম : September, 9, 2020, 6:13 pm
- 317 বার
বুলবুল আহমেদ: নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেরি বিলে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারন করে দেয়া হয়েছে।
জানা যায়,নবীগঞ্জের বেড়ি বিলে সীমানার মধ্যে ইজারাদার ব্যতীত মৎস আহরণ নিষিদ্ধ থাকা সত্যেও বিলে মৎস আহরণ করা হয় নিয়মিত।
এ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুর থেকে বেরী বিল (সুজাপুর) এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন এর নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নিয়ে ব্যক্তি মালিকানা ভূমির সহিত বিলের সীমানা চিহ্নিত করে লাল পতাকা দ্বারা সীমানা নির্ধারন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, বিলের ইজারা গ্রহিতাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply