-
- জাতীয়
- নবীগঞ্জে কবরস্থান নিয়ে বিরোধ।। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত কমিটি
- আপডেট টাইম : October, 15, 2022, 4:27 pm
- 188 বার
নিজামুল ইসলাম চৌধুরী : নবীগঞ্জে কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছে তদন্ত কমিটির প্রতিনিধি দল।
স্থানীয় সূত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের কবরস্থান রেকর্ডকৃত মালিকানা দাবি করছেন ওই গ্রামের সিরাজ মিয়া। কিন্ত একই গ্রামের সমুজ মিয়াসহ গ্রামবাসীর দাবি এটা পঞ্চাইতি এবং গ্রামের কবরস্থানই থাকবে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
পরবর্তীতে সমুজ মিয়া হবিগঞ্জ আদালতে কবরস্থানের পক্ষে আদালতে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে আদালত কর্তৃক ঘটিত সার্ভে কমিটির প্রধান এডভোকেট পবিত্র কুমার দাশ সরেজমিনে উক্ত কবরস্থান পরিদর্শন করেন। এ সময় এডভোকেট আছকির উজ্জামান ও সুবির দাশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এডভোকেট পবিত্র কুমার দাশ বলেন,সরেজমিনে কবরস্থান পেয়েছি। কাগজপত্র যাচাই বাচাই করে প্রতিবেদন দাখিল করবো।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply