হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঝটিকা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান ৷
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় করোনা আক্রান্ত ১টি পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।
Leave a Reply