-
- জাতীয়
- নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না গ্রেফতার
- আপডেট টাইম : March, 15, 2024, 8:46 pm
- 68 বার
বুলবুল আহমেদ: :নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১টায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার শহরের মাতার কাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহফুজুর রহমান মান্না রাইয়াপুর গ্রামের হিফজুর রহমান হেবলুর পুত্র। বর্তমানে সে নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে এস আই রাজিব রহমানসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে,গত ২৭ ফেব্রুয়ারী দিনের বেলা নবীগঞ্জ সরকারী কলেজে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার জের ধরে শহরের চৌদ্দ হাজারী মার্কেটের সামনে একই কলেজের ছাত্র মাহফুজুর রহমান মান্না সঙ্গীয় আসামীদের নিয়ে ভিকটিম সৈয়দ রাইসুল হক তাহসিনকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও মাথায় গুরুতর জখম করে হত্যা করে।
উক্ত হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply