নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি।। দুই দিন ধরে বিদ্যুত বিচ্ছিন্ন

নবীগঞ্জ সংবাদদাতা ::নবীগঞ্জে  কালবৈশাখী ঝড়ে গত দুই দিনে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছ। উপজেলার প্রায় ৩০/৩৫ টি গ্রামে  শতাধিক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮ থেকে কাল বৈশাখী ঝড় আঘাত এনে।  ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা ঘর বাড়ী। উড়ে গেছে চালের টিন। উপচে পড়েছ বৈদ্যুতিক খুঁটিও। গত মঙ্গলবার থেকে উপজেলায় দুই দিন যাবত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে জনসাধারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুত না থাকায় সন্ধার পর থেকে বিভিন্ন হাট বাজারে ভুতুরে অবস্থা বিরাজ করছে। ব্যবসায় ও নেমে এসেছে স্থবিরতা। বাসা বাড়িতে রান্নাসহ বিভিন্ন কাজে পানির জন্য হাকার করছেন মানুষ।

এছাড়া আউশকান্দি,  ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের কয়েকটি গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে।
নবীগঞ্জ পল্লী বিদুৎ অফিসের ডিজিএম আলীবর্দী খাঁন সুজন  জানান, মঙ্গলবার রাতের ঝড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, ঝড়ে উপজেলার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরী করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা