নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আয়শা বেগম (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত ফুল মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সৃত্র জানায়,আয়েশা বেগম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল।
ঘটনা দিন আয়েশা বেগম ছোট ভাকৈর গ্রামের তার মামা আব্দুল মজিদ কালা মিয়ার বাড়ীতে ছিল।
গতকাল শনিবার সকাল ১১টার সময় আয়েশা মামা আব্দুল মজিদের ঘরের একটি রুমে ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
পরে বাড়ীর লোকজন ঘরের দরজা বন্ধ দেখে অনেক সময় ডাকাডাকি করেন ।
কোন সারা শব্দ না পেয়ে চালের উপরে উঠে দেখতে পান আয়শা বেগম ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝুলে রয়েছে।
দরজা বেঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুর রহমান ।
Leave a Reply