এম.মুজিবুর রহমানঃ নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে আমগাছে ঝুলানো অবস্থায় মুন্নি আক্তার (১২) নামে এক কিশোরীর ঝুলস্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সিলেট জেলার মোগলা বাজার থানার সদরপুর গ্রামের মৃত তইফ উল্লাহর কন্যা মুন্নি আক্তার (১২) দীর্ঘদিন ধরে তার নানার বাড়ী উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাও গ্রামে বসবাস করে আসছিল। বিগত প্রায় ১ বছর ধরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের আফজল মিয়ার বাড়ীতে কাজের মেয়ে হিসেবে কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় রাতে মুন্নি তার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল বেলায় বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খুজাখুজি করেন। এক পর্যায়ে তাকে ঘরের পার্শ্ববর্তী আমগাছের সাথে ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়ীর লোকজন পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলাম ও এস আই কাউছার আহমদ তোরনসহ একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে গাপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই কাউছার আহমদ তোরন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি
Leave a Reply