আনাছ মোহাম্মেদঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক, ফাদুল্লা এলাকায়
গত সোমবার কুশিয়ারা নদীতে অনুষ্টিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা।
করোনা আর বন্যার কারনে দীর্ঘদিন ধরে মানুষের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই,
ঘরবন্দী থেকে হাঁফিয়ে উঠেছেন অনেকেই।
তাই যুব সমাজের উদ্যেগে অনুষ্টিত হওয়া এ প্রতিযোগীতা উপভোগ করতে
দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বিনোদনপ্রেমী মানুষেরা। এসময় নদীর দুপাড়ে উৎসবের আমেজ বিরাজ করে ।
করোনা পরিস্থিতির কারনে এবার সীমিত পরিসরে নৌকা খেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
প্রতিযোগীতায় এবার পাঁচটি নৌকা অংশগ্রহন করে।
নান্দনিক এ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে ‘শাহজালালের তরী’, দ্বিতীয় স্থানে ‘বাঘরাজ’ এবং ‘লিলু শাহের তরী’
তৃতীয় স্থান অর্জন করে বিজয়ী হয়।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আয়োজকরা।
Leave a Reply