ছনি চৌধুরী:: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শনে এসে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ ফারুক এমপির আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের উদ্যোগে ও দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল রহমান শিবলীর প্রচেষ্টায় দীঘলবাক গ্রামের ৪০০মিটার নদী ভাঙন এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে কুশিয়ারা নদীর ভাঙন রোধের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভাঙন রোধে ২ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ৪৩ হাজার ৭শত জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এসময় অন্যানের মধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রধান ইঞ্জিনিয়ার আব্দুল শহীদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি কমল লাল শওকত,দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া,ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন,ঠিকাদার সৈয়দ রেজাউর রহমান সুমন,দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমদ,প্রাক্তণ প্রধান শিক্ষক নিজামুল ইসলাম,রুহেল আহমদ,সেলু মিয়া,ফখরুল ইসলাম,খোকন মিয়া,রাসেল খাঁন,মুজিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply