নবীগঞ্জে কোরোনায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকের পরলোকগমন

নিজামুল ইসলাম চৌধুরী : :নবীগঞ্জে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিক বিমল দাশ(৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মৃত কৃষ্ণ দাশের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,বিমল দাশ সুনামগঞ্জ জেলার বাসিন্দা । বিগত প্রায় ১০/১২ বছর ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চানপুর গ্রামে বসবাস করে বিবিয়ানা গ্যাস ফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গত দুই সপ্তাহ পূর্বে বিবিয়ানা গ্যাস ফিল্ডের মাধ্যমে তার করোনা টেষ্ট করানো হয়। রিপোর্ট করোনা পজেটিব আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনে ছিলেন।

গত রবিবার বিকেলে তার স্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা অধীর দাশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা