নবীগঞ্জ সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে আম গাছের সাথে ফাঁস লাগিয়ে বাসন্তি রবি দাশ (৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হিরালাল রবি দাশের স্ত্রী ।
সোমবার সকালে বাড়ির পাশ্ববর্তী একটি আম গাছের সাথে ফাঁস লাগিয়ে গৃহবধূ আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের হিরালাল রবি দাশের স্ত্রী বাসন্তি রবি দাশ পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশ্ববর্তী একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে তার পরিবারের ও স্থানীয় লোকজন বাসন্তি রবি দাশকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জে মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কোনো কারণ প্রাথমিক অবস্থায় জানা যায়নি তবে তদন্ত চলছে।
Leave a Reply