নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলায় পিন্টু চন্দ্র দেব (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কেলি কানাইপুর গ্রামের সুকুমার দেবের পুত্র।
গতকাল শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে ডা. ইমরান আহমেদের বাসার পেছনে একটি নির্মাণাধীন বাংলো ঘরে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সেখানে দরজা বন্ধ করে তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়দের বিষয়টি টের পাওয়ার পরপরই নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ এবং এসআই আনিসুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা