-
- জাতীয়
- নবীগঞ্জে গাজা ব্যাসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা
- আপডেট টাইম : November, 17, 2019, 6:01 pm
- 366 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার সমৃতা খাগাউড়া বর্তমান ঠিকানা ভানুদেবপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র গাজা ব্যাবসায়ী ও সেবনকারী আব্দুল আমিন (৫৯) কে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।
পুলিশ জানায়,আব্দুল আমিন একজন চিহ্নিত গাজা ব্যাবসায়ী ও সেবনকারী। গতকাল রোববার ভোরে উপজেলার গোপলার বাজার ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম ও এএসআই সোহেল দেব এর নেতৃত্নিবে একদল পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে ৮ পুরিয়া ও দুই শ’ গ্রাম গাজাসহ তাকে গ্রেফতার করে। দুপুরে নবীগঞ্জ উপজেলা নর্বাহী কর্মকড়তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ বিন হাসানের আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল আমিনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই সোহেল দেব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply