নবীগঞ্জে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জের আব্দুল মোতালিবের পুত্র ফরহাদ মিয়া (১৯), কোম্পানিগঞ্জের কুরনাস গ্রামের হাবিবুর রহমানের পুত্র আতিকুর রহমান (২৬) ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র তোফায়েল আহমেদ(১৮), সিলেট সদরেরর বাদা মিয়ার পুত্র সোহেল আহমদ (৩৭)
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চোরাইকৃত সিএনজি নিয়ে চার যুবক আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরতে আসে। গ্যাস ভরার পর তারা বিল পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে। এসময় কর্মচারীরা তাদের আচরণে সন্দেহ হলে লক্ষ্য করেন, সিএনজি’র নাম্বারপ্লেটে ঘষামাজা করে নম্বর মুছে ফেলা হয়েছে।
ফিলিং স্টেশনের কর্মচারী মো. সোয়েব আহমেদ বলেন, তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আমরা গাড়ির দিকে খেয়াল করি। পরে দেখি নম্বর মুছে ফেলা। তখন স্থানীয় লোকজনসহ তাদের আটক করি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে গাড়িটি চুরি করা।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত হোসেন ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই আটক করে থানায় নিয়ে যান।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে আটক চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা