-
- জাতীয়
- নবীগঞ্জে ছালেক লাকড়ীঘরকে মোবাইল কোর্টে জরিমানা
- আপডেট টাইম : April, 5, 2022, 10:00 pm
- 188 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: প্রতি মণ লাকড়ির ওজনে ৪০ কেজির পরিবর্তে ৩৭ কেজির পাথর ব্যবহার এবং বাটখারার বদলে পাথর ব্যবহার করে কারচুপি করায় নবীগঞ্জে ছালেক লাকড়ি ঘরকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
জানা যায়- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারের কয়েকজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে ছালেক লাকড়ি ঘরে অভিযান চালায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় প্রতি মণ লাকড়ির ওজনে ৪০ কেজির পরিবর্তে ৩৭ কেজির পাথর ব্যবহার এবং বাটখারার বদলে পাথর ব্যবহার করে কারচুপির সত্যতা পাওয়ায় ছালেক লাকড়ীঘরের সত্বাধিকারী আব্দুল আলী (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬, ৪৭ ও ৪৮ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply