-
- জাতীয়
- নবীগঞ্জে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি মুসা দেশে ফিরলেন
- আপডেট টাইম : November, 18, 2021, 10:31 pm
- 243 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে ঘিরে নবীগঞ্জের কুর্শি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বার বার নির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুসা অসুস্থতা জনিত কারণে যুক্তরাজ্য গমন ও চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে এসেছেন৷ তার দেশে আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। চলছে মিছিল,শোডাউন ও পথসভা।
২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আহমেদ মুসার পক্ষে নৌকা মার্কার সমর্থনে বৃহস্পতিবার বিকাল ৪টায় কুর্শি ইউনিয়নের বাংলা বাজারস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথসভা অনুষ্টিত হয়।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও সাংগঠনিক সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা সৈয়দ এরশাদ আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, দরবেশ আলী,আবুল কালাম আজাদ, আব্দুল মন্নান,হারুনুর রশীদ, অমলেন্দু সূত্রধর, আরজু মিয়া, যুবলীগ নেতা জামাল খান, ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ চৌধুরী ও সুজাত আহমদ সহ-আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সমর্থকরা।
পথসভায় বক্তারা কুর্শি ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ মুসাকে পূণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান৷
উল্লেখ্য নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আলী আহমেদ মুসা ১লা নভেম্বর মনোনয়ন ফরম দাখিল করে লন্ডনে চলে যান। নির্বাচনে আলী আহমেদ মুসার সমন্ধি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অনেকেই ভেবেছিলাম সমন্ধিককে সুযোগ দিয়ে হয়তো তিনি আর দেশে আসবেননা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে দেশে আসলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply