নবীগঞ্জ সংবাদদাতা ::সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভ্ীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ও হিন্দু ধর্মেও অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথ যাত্রা উৎসব শনিবার বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টান মালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিন,দুপুরে রথ টান,বিকালে প্রসাদ বিতরন। সকাল থেকেই সনাতন ধর্ম্বালর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন। বিকাল ৩.৩০মিনিটে গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজারএনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়।
বাজারের দু’পাশের বাসা-বাড়ীর নর-নারীগন রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করে শেষ হয়। রথ উৎসবের উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুর ীবাবু,সিলেট-হবিগঞ্জ আসনের মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,সাবেক এমপি শেখ সুজাত মিয়া,এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র,নবীগঞ্জউপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবিরআহমদ চৌধুরী,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,রথ উযাপন কমিটির আহবায়ক সুখেন্দু রায়,আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাধারন সম্পাদক বিধানধর, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর এটিএমসালাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়নরায়,সাধারনসম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,
নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরওয়ার শিকদার,সলিলবরন দাশ,সাবেকপৌর কাউন্সিলর যুবরাজ গোপ,কাউন্সিল রসন্তোষ চন্দ্র দাশ, সাংবাদি কছনি চৌধুরী,মন্টু আর্চায্য,অশোকতরু দাস,পবিত্র বনিক,অমলেন্দু সুত্রধর,প্রমূখ।উলে¬খ্য ১৯৯৭ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করেঅনুষ্টান পরিচালনা করেআসছিলে নহিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ বছরইপ্রথম অত্যাধুনিক একটি রথ তৈরীকওে গতকাল টেনে উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply