নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা পর্যায়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ নক আউট আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে মে রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডাঃ আল-আসিফ, ওসি অপারেশন মোঃ আব্দুল কায়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, আলী আহমেদ মুছা, মোঃ মুহিবুর রহমান হারুন, সত্যজিত দাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাহবুব আলী, হিরা মিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা দেব নাথ, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, ওহি চৌধুরী, সদরুল আমিন পাবেল, সহকারী শিক্ষক মোঃ সাজন মিয়া, মোঃ হুমায়ন কবির, জাকির আহমদ প্রমুখ। সভায় আগামী ২৬ শে মে উপজেলার ১৩টি ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভাসহ মোট ১৪টি দলের মধ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ নক আউট এর উদ্বোধনী খেলা নবীগঞ্জ জে.কে স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
Leave a Reply