মতিউর রহমান মুন্না:: “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।
শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউপ, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশ, সায়মা সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী,
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সাংবাদিক মতিউর রহমান মুন্না, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, প্রভাত ভূষন রায়, লিটন কান্তি দাশ, পিংকু বনিক, আব্দুল মজিদ, নূরে আক্তার সিদ্দিকা, শাহ গুল আহমেদ কাজল প্রমুখ।
Leave a Reply