নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এ প্রতিপাদ্য সামনে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের হল রোমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,সহকারী কমিশনার( ভূমি) শাহীন দেলোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলানা,উপজেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা শেষে ১৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক সৃষ্টির জন্য কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষার গুনগতমান বৃদ্ধি করতে সংশ্লিস্ট সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
Leave a Reply