-
- জাতীয়
- নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
- আপডেট টাইম : December, 12, 2023, 10:02 pm
- 75 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সারা দেশের ন্যায় নবীগঞ্জেও পালিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ মাসের বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার চম্পক কিশোর সাহা সুমন, ডাক্তার তাপস সূত্রধরসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ছয় মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত শিশুকে লক্ষমাত্রার ৯৯.৪৩ শতাংশ এবং এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুকে লক্ষমাত্রার ৯৯.৪৯% লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে। এই ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শারীরিক বৃদ্ধি হয়, খর্বাকায় কমে যায়, বিভিন্ন সংক্রামক রোগ কমে যায়। আপনারা শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply