নবীগঞ্জে জাবেদ হত্যাকাণ্ড।। র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আলোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অগ্রগতি হয়েছে। বনগাঁও-পিঠুয়া গ্রামের যুবক জাবেদ মিয়া হত্যার ঘটনায় প্রধান হোতা আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১১ এর একটি টিম যৌথভাবে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে বনগাঁও গ্রামের লেচু মিয়ার ছেলে মামলার তদন্তে পলাতক আসামি আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র‍্যাব-সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো অপরাধীই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ধরা পড়ায় মামলার তদন্তে গতি আসবে।
উল্লেখ্য,গত ২০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জাবেদ মিয়ার মোবাইল ফোনে একটি রহস্যময় কল আসে। কল রিসিভ করার কিছুক্ষণ পরই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের উদ্বেগ ও খোঁজাখুঁজির মধ্যে দুই দিন পর সকালে স্থানীয়রা হাসনকালিপাড়ার ফাঁসগাছ ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় ভাসমান তার লাশ দেখতে পান।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পরনের প্যান্টের বেল্ট দিয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহত জাবেদের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা