-
- জাতীয়
- নবীগঞ্জে জুুুয়া ও মাদক সেবনের অভিযোগে ৫ জনকে কারাদন্ড
- আপডেট টাইম : June, 6, 2021, 9:02 pm
- 280 বার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করেন।
আটককৃতরা হলো উপজেলার সাতাইহাল বারিকান্দি গ্রামের মৃত তাজিম উল্লার পুত্র স্বাধীন মিয়া(৫০),চৌশতপুর গ্রামের মৃত একমান উল্লার পুত্র আফজল মিয়া(৪৫), মৃত রহিম উদ্দিনের পুত্র মুঘল মিয়া(৩০),এনাতাবাদ গ্রামের মৃত করিম মিয়ার পুত্র আলী হোসন( ২৮) চরগাও গ্রামের নাইয়র মিয়া চৌধুরীর পুত্র বদরুজ্জামান চৌধুরী(২৭)কে আটক করা হয। ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অভিযোগে স্বাধীন মিয়াকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড অপর ৩ জনকে ১ মাসের জেল এবং বাকী ১ জনকে ২ শত টাকা জরিমান প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার অপরাধে তাদেরকে কারাদন্ড প্রদান করা হয়।
প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ।
বিষয়টি নিম্চিত করেছেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply