নবীগঞ্জ প্রতিনিধি ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রত্যয়কে সামনে রেখে নবীগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ, যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান আহমেদ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি সরওয়ার শিকদার, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, লোকালয় বার্তা প্রতিনিধি এম. মুজিবুর রহমান, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান তছনু, জয়যাত্রা প্রতিনিধি ছনি চৌধুরী, সংগ্রাম প্রতিনিধি শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলমপৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার প্রমুখ।
Leave a Reply