নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার কাজীরবাজার এলাকায় টমটমের ধাক্কায় মোঃ আজির মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সূত্র জানায়, উপজেলার ছোট ভাকৈর গ্রামের বৃদ্ধ আজির মিয়া গতকাল রোববার বিকেলে বাজারে আসেন। তিনি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত টমটম বৃদ্ধকে ধাক্কা দিয়ে হরিনগরের দিকে চলে যায়। স্থানীয় লোকজন বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান। স্থানীয়দের অভিযোগ, নতুন দুর্ভোগ হিসাবে ‘টমটম ‘নামীয় এই অবৈধ ও রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের আবির্ভাব হয়েছে। কাজীরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এই টমটম। এসব টমটমের কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স নাই এবং অধিকাংশই শিশু ড্রাইভার । ফলে এ যেন এক মরণ ফাঁদে পরিনত হয়েছে।
Leave a Reply