নবীগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়: স্বাস্থবিধি মানছে না কেউই

আলী জাবেদ মান্না, চীফ রিপোর্টার:করোনা ভাইরাস ঠেকাতে সরকারের ঘোষিত সাত দিনের লকডাউনের আজ দ্বিতীয় দিন । উপজেলার বিভিন্ন স্থানে সাধারন মানুষের চলাচল স্বাভাবিক। নেই অনেকের মুখে মাস্ক ।

লক্ষ করলে দেখা যায় (৬ এপ্রিল) মঙ্গলবার বিকালে নবীগঞ্জ বাজারের শেরপুর রোডে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম সে সময় অনেক সাধারন মানুষকে দেখা যায় পণ্য কিনতে কিন্তু কারো মুখে ছিল না মাস্ক আর কেউই মানছে না কোনো স্বাস্থবিধি।

টিসিবির ডিলাররা খোলাবাজারে প্যাকেজ করে ৫ পদ জিনিস বিক্রি করছেন ৮০০ টাকায়। ৪ লিটার তৈল, ২ কেজি চিনি, ১ কেজি ডাল, ৫ কেজি পেঁয়াজ ও খেজুর ১ কেজি বিক্রি করছে। বাজারের মূল্যের চেয়ে টিসিবির মূল্য কম হওয়ায় ঝুঁকি নিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। আর এবাবে নিয়ম নীতি তোয়াক্কা করে চলছে বিক্রয় কার্যক্রম।

সচেতন মহলের দাবি সাধারণ মানুষকে যতদিন না স্বাস্থবিধি মানানো যাচ্ছে ততদিন করোনা সংক্রামন টেকানো সম্ভব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা