নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:: নবীগঞ্জে ট্রাক্টর চাপায় জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাবাজার হতে নবীগঞ্জ গামী একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
এ সময় ওই গাড়ীতে থাকা বৃদ্ধ শ্রমিক জহুর আলী ঘটনাস্থলে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । নিহত জহুর আলী উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের চান্দ আলীর পুত্র।
তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
Leave a Reply