নবীগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ডেস্ক রিপোর্ট :;সারা দেশের ন্যায় নবীগঞ্জে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল বৃহস্পতিবার সারাদিন কোথাও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে একপ্রকার স্থবির হয়ে পড়েছে পুরো উপজেলা। গরম কাপড় পরেও ঠান্ডার প্রকোপ থেকে রেহাই মিলছে না মানুষের।
বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছেন। শীতজনিত সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগের প্রকোপ বেড়ে গেছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন চেম্বার গুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
তাছাড়া প্রচন্ড শীতের কারনে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কনকনে ঠান্ডায় কাজ করতে না পারায় তাদের আয় রোজগার কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা আর্থিক সংকটে পড়েছে।
এদিকে, ঠান্ডার কারণে হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি কম লক্ষ করা গেছে। ব্যস্ততম বাজারগুলোতেও বিকেল হওয়ার আগেই দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছেন ব্যবসায়ীরা। শীতবস্ত্রের দোকানগুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও নিম্নআয়ের মানুষগুলো ঠান্ডার তীব্রতায় গরম কাপড় কিনতে পারছে না।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণের দাবি জানিয়েছেন সচেতন মহল। বিত্তবানদেরও এই কঠিন সময়ে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে নবীগঞ্জসহ আশপাশের এলাকায় শীতের প্রকোপ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা