-
- জাতীয়
- নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত।। দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবি
- আপডেট টাইম : February, 24, 2021, 4:58 pm
- 319 বার
বুলবুল আহমেদ :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দ ইউনিয়নের মডেল বাজার এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন।
গতকাল বুধবার বেলা ২ টার দিকে উপজেলার মংলাপুর গ্রামবাসী ও পিটুয়া গ্রামের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় দোকান পাট ভাংচুরেরও ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় মংলাপুর গ্রামের সােহেল আহমেদ জানান, কোনাে একটা ভুয়া ফেইসবুক আইডি থেকে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হােসেনের বিরুদ্ধে কিছু লেখা পোষ্ট করা হয়। এতে তাকে সন্দেহ করেন ইকবাল। এর জের হিসেবে ইউপি সদস্য ইকবালগংরা মডেল বাজার এলাকায় তাদের উপর হামলা চালায়।
ইউপি সদস্য ইকবাল হােসেন জানান- এ অভিযোগটি মিথ্যা।
তিনি জানান তাদের গ্রামের পাশে চাষকৃত কৃষি জমি রয়েছে । জমিগুলােতে তারা ধানের চারাও রােপন করেছেন । এলাকাবাসী তাদেরকে হাওড়ে তাদের হাঁস না ছাড়তে বলেছেন । এর জের ধরে মডেল বাজার এলাকায় মােস্তফার সাথে কথাকাটি হয়। এ সময় তার ভাই সােহেলও চলে আসে। পরে সিএনজির ড্রাইভার ও ইকবালের উপরে তারা দুই ভাই মিলে লাঠিদিয়ে হামলা চালায় । একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে বিশাল আকার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল শুরু হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মােহাম্মদ ডালিম আহমেদ জানান , বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply