-
- জাতীয়
- নবীগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন।। রাষ্ট্রীয় মর্যাদায়
- আপডেট টাইম : December, 31, 2024, 9:46 pm
- 40 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে দুইজন বীর মুক্তিযোদ্ধা পরলোকগমন করেছেন। তারা হলেন নবীগঞ্জ সদর উপজেলার আদিত্য পুর গ্রামের বিজন ভূষন রায়(৭৩) ও একই উপজেলার দত্তগ্রামের মন মোহন চৌধুরী (৭৪)।
জানাযায় মুক্তিযোদ্ধা বিজন ভূষন রায় ও মন মোহন চৌধুরী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গতকাল মঙ্গলবার বেলা ২টায় বিজন ভূষন রায় ও মন মোহন চৌধুরী গত সোমবার বিকেল ৩টায় নিজ নিজ বাড়িতে পরলোকগমন করেন।
মৃতকালে উভয়েই স্ত্রী, ছেলে সন্তান,নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল সকাল ৯টা ও বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।
গার্ড অব অনার শেষে জাতির এ শ্রেষ্ট সন্তানদের শেষকৃত্য অনুষ্টান সম্পন্ন হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply