নবীগঞ্জ সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ছোট পিরোজপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গুরতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুম (৬০ ) ও মৌলদ হোসেন (৭০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্যে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উল্লেখিত গ্রামের মৌলদ হোসেন ও শিশু মিয়ার মধো জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়ের মধো মামলা পাল্টা মামলা রয়েছে। এর জের ধরে বুধবার (১৬মে) দুপুরে উভয় পক্ষের লোকদের মধো সংঘর্ষ বাঁধে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করে। পরে এলাকাবাসী প্রচেষ্টায় পরিস্থতি নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply