নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত জুবেল মিয়া (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জুবেল উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের তেরাই মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের ফহিম উদ্দিনের পুত্র জিয়া উদ্দিন ও একই ইউনিয়নের পার্শ্ববর্তী দিঘীরপাড় গ্রামের তেরাই মিয়ার পুত্র জুবেল মিয়ার মধ্যে গতকাল রবিবার বিকেলে ফুটবল খেলায় তুচ্চ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে সন্ধা সাড়ে ৭টার সময় উভয়ের লোকদেও মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইটপাটকেল ব্যবহৃত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন জুবেল ছাড়াও অন্য আহতরা হলেন সুজাত মিয়া(২০),নিপ্পন (২৭),জিয়া উদ্দিন (৩২),নুরকাছ উদ্দিন (১৮),ফহিম উদ্দিন (৬০)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁিড়ির পুলিশ ঘটনা স্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন।
Leave a Reply