ডেস্ক নিউজ : ॥ নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- আলী আমজাদ খান (৩১), আলমগীর খান (৩৫), নয়ন মিয়া তালুকদার (১৮), হাদি মিয়া (৪০), ইসলাম উদ্দিন (২২)। পুলিশ ও স্থানীয়রা জানায়- উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের সালামত খান ও আলমগীর খানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ইতিপূর্বে উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। বিগত কিছুদিন ধরে কালাভরপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সম্প্রতি সালামত খান ও আলমগীর খানের লোকজনের বিরোধীয় বিষয়টি মীমাংসা করতে স্থানীয় মুরুব্বিয়ান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্যোগ গ্রহণ করেন এবং সংঘাত থেকে বিরত থাকার জন্য উভয় পকে আহবান জানান। গতকাল শনিবার বিকেলে কালাভরপুর গ্রামের মসজিদ নামাজ আদায় করে থেকে বের হওয়ার পর আলমগীর খানের প্রবাসী ভাই আলী আমজাদ খানের উপর সালামত খানের লোকজন হামলা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আলী আমজাদ খান (৩১), আলমগীর খান (৩৫), নয়ন মিয়া তালুকদার (১৮), হাদি মিয়া (৪০), ইসলাম উদ্দিন (২২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত তাহির মিয়া তালুকদার (৬৫), রুমান মিয়া তালুকদার (৪০), আহাদ মিয়া (৫০), ফুল মিয়া (২৫), আব্দুল কালাম (৪০), আব্দুল বাছিদ (৪৫), আব্দুল হামিদ (৩৫), জাবেদ মিয়া (২৮), ফরহাদ মিয়া (৩৮), আলাউর রহমান (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- কালাভরপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply