আশাহীদ আলী আশা ::নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আইনগাঁও সড়কের নাদামপুর নামক স্থানে রবিবার সন্ধ্যায় দু’টি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইবারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীসূত্রে জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কের আইনগাঁও স্ট্যান্ড থেকে যাত্রীবাহি একটি সিএনজি নবীগঞ্জ স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া অপর একটি সিএনজি উল্লেখিত সড়কের নাদামপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে সিএনজির ড্রাইভারসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে বাউসা ইউপির দাশের কোনা গ্রামের মৃত চরগু মোল্লার পুত্র কমলু মিয়া(৬০) ও পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের ওয়াব উল্লাহর পুত্র দিলোয়ার(২৮) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত পূর্ব তিমিরপুর গ্রামের ওয়াব উল্লাহর পুত্র আসকান মিয়া(৩০) ও বাউসা ইউপির সুজাপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া বেগম(৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply