নবীগঞ্জে দূর্বূত্তদের হামলায় গ্রীস প্রবাসী নিহত৷ এলাকায় উত্তেজনা

নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু কারখানা কিবরিয়া রোডে রিক্সায় যাত্রী উঠানামাকে কেন্দ্র করে দরবেশ পুর সিএনজি স্ট্যান্ডের ম্যানাজার রাসেল সহ দূর্বূত্তদের হামলায় গ্রীস প্রবাসী রশিক মিয়া(৫০) নিহত হয়েছেন৷
জানাযায়,উপজেলার ওই সড়কে গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে  রিক্সা যোগে স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারে   যাবার পথিমধ্যে দাউদ পুর গ্রামের আবুল মিয়ার পুত্র অসুস্থ রোগী আক্কাছ মিয়া ও বশির মিয়াকে রিক্সা থেকে নামিয়ে লাঞ্চিত করে রিক্সা চালককে মারপিট করেন, দরবেশ পুর গ্রামের বাতির মিয়ার পুত্র সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার রাসেল মিয়া,।
এর প্রতিবাদ করেন দাউদপুর গ্রামের গ্রীস প্রবাসী রশিক মিয়া সহ উপস্থিত আরো অনেকেই৷ এঘটনার সাথে সাথেই রাসেলের  ভাই খোকন মিয়া  ও তার চাচা হানিফ মিয়া সহ তার ছেলে মুহিবুর সহ একদল লোক দেশীয়  অস্ত্র সহকারে হামলা চালায়৷
এতে রিক্সার যাত্রীর সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে৷ এসময়  প্রবাসী রশিক মিয়াকে হামলা চালায় রাসেল ও সঙ্গীরা৷ এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হযে মাটিতে লুটিয়ে পড়েন৷
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে  যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ সহ  একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে৷ এঘটনার প্রতিবাদে ক্ষুব্দ ৫ মৌজার সচেতন মহল এক জরুরী প্রতিবাদ সভা আহ্বান করেছে ২৩ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায়৷ নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা