নবীগঞ্জে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :;নবীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উন্মুক্তভাবে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়স্ত্রক সেলিম হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৯০ জন কৃষক অনলাইনের মাধ্যমে ধান বিক্রির জন্য আবেদন করেন। আবেদনকারী কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৭৫০জন কৃষককে নির্বাচিত করা হয়।

 

নবীগঞ্জে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার নিয়োগ::

এদিকে  নবীগঞ্জ উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উন্মুক্তভাবে প্রকাশ্যে আবেদনকারীদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়স্ত্রক সেলিম হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার পদের বিপরীতে আবেদন করেন ১১৬ জন। এদের মধ্যে যাচাই-বাচাই করে বৈধ আবেদনকারীদের মধ্যে উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার নিয়োগ দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা