 
            
                            
                       নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিজনা নদীর তীর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের নদীর পাড়ে একটি আকাশি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত গৃহবধূর নাম সাহিদা বেগম (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার মোশাহিদ আলীর স্ত্রী। দুই সন্তানের জননী সাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, বুধবার রাতে সাহিদা বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে নদীর তীরে একটি আকাশি গাছে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী মোশাহিদ আলী জানান, “আমার স্ত্রী কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে তাকে অনেক খুঁজেও পাইনি, সকালে এই খবর পাই।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply