-
- জাতীয়
- নবীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ২ চেয়ারম্যান ও ১ মেম্বার প্রার্থীকে মোবাইল কোর্টে জরিমানা
- আপডেট টাইম : November, 23, 2021, 6:15 pm
- 233 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে অংশ নেয়া চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা আচরণ বিধি লংঘন অব্যাহত রেখেছেন। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের মোবাইল কোর্টে জরিমানা অব্যাহত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে
নির্বাচনী আচরণ বিধিমালার ৭,১১ ও ১৩নং বিধি লংঘন করে মিছিল-শোডাউন/ জনসভা করায় ১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুর রহমান মুকুলকে (আনারস প্রতীক) ৫০০০ টাকা, ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নির্মলেন্দু দাস রানাকে( ঘোড়া প্রতীক) ৫০০০ টাকা এবং ৪নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম জুয়েলকে ( ঘুড়ি প্রতীক) ২০০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন,যারা নির্বাচন আচরণ বিধি লংঘন করবেন কাউকেই ছাড় দেওয়া হবেনা। সবাইকে নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহবান জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply