নবীগঞ্জে নীতিমালার বাইরে গরু জবাই।। কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:নবীগঞ্জে নীতিমালা অমান্য করে গরু জবাই করায় কসাই আব্দুল গনির পুত্র ওসমানি রোডের বাসিন্দা মাসুক মিয়াকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মাসুক মিয়া নিজ বাড়িতে গরু জবাই করে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাংস বিক্রি করছিলেন। অথচ নীতিমালা অনুযায়ী ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে পশু জবাই করা বাধ্যতামূলক। এছাড়াও জবাই ও মাংস বিক্রির স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নিয়ম রয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এসময় মাসুক মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন,মাংস বিক্রির ক্ষেত্রে সরকারের নির্ধারিত নীতিমালা না মানলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকান ও পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মেরামতের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি নির্দেশনা মানা না হয়, তবে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা