-
- জাতীয়
- নবীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত
- আপডেট টাইম : May, 23, 2021, 10:39 am
- 257 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ – বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরীর সাথে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি,সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিদায়ী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে এ মতবিনিময় সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন, দিঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান,দীঘলবাক আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী জাবেদ মান্না।
এ সময় বক্তারা বলেন একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করেছেন। আমরা কৃতজ্ঞতার সাথে আপনাকে স্বরন করবো।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,নবীগঞ্জ – বাহুবল উপজেলায় দায়িত্ব পালনকালীন সময় আপানাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। যথদিন বেচে থাকবো আপনাদের কথা মনে থাকবে।
এদিকে মতবিনিময় সভা শেষে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁনের নেতৃত্বে সকল পুলিশ সদস্যবৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে ক্রেষ্ট প্রদন করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply