নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জে পরকীয়ার জেরে হত্যার অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
শুক্রবার বিকেলে হত্যার দায় স্বীকার করে সে আদালতে জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃত, পলাতক আসামি হলো রায়হান উদ্দিন (২২) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের পুত্র।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, পিপিএম এর নেতৃত্বে এসআই/মো: তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সহযোগিতায় গত বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন পিপিএম জানান,নিহত মোস্তাকিমের দুই স্ত্রী সাথে রায়হানের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনাটি মোস্তাকিম ও তার মা দেখে ফেলে। একদিন রায়হানকে আটকও করেছিলেন তারা। এর জের ধরে প্রতিশোধ নিতেই মোস্তাকিমকে হত্যা করার সিদ্ধান্ত নেয়া হয়।
ওসি জানান, গ্রেফতারকৃত রায়হান মিয়া নিজেসহ তার সঙ্গী আরো দুজন মিলে মোস্তাকিম মিয়াকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পলাতক দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লখ্য,গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ৯টা থেকে ১০টার মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা পালিয়ে যায়। নিহতের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর-১৩/১৯৫) দায়ের করেন।
Leave a Reply