-
- জাতীয়
- নবীগঞ্জে পলাতক আসামী দীপু গ্রেফতার
- আপডেট টাইম : June, 12, 2020, 10:06 am
- 360 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) সংবাদদাতাঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ডাকাতিসহ একাদিক মামলার পলাতক আসামী দীপুমিয়া(৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দিপু উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র।
পুলিশ জানায়,দিপুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ডাকাতও,চুরিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। গতকাল শুক্রবার ভোরে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন,এসআই শাহজাহান আহমেদ ও এএসআই আব্দুস সামাদ আজাদ এর নেতৃত্ব একদল পুলিশ অভিযান পরিচালনা করে দিপুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত দিপুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply