নবীগঞ্জে পল্লীতে জুমার নামাজে মসজিদের ভেতরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামে জুমার নামাজের সময় মসজিদের ভেতর মুয়াতাল্লি নিয়োগ ও মসজিদের হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর জামে মসজিদের পুরাতন মুয়াতাল্লি প্রবীণ মুরব্বি আলাল মিয়া দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে মসজিদের হিসাব হস্তান্তর করতে চাইলে বিরোধের সূত্রপাত ঘটে। হাফেজ নজরুল ইসলাম গং ও শামীম আহমদ মনা গংয়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার জের ধরে এদিন মসজিদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শামীম আহমদ মনা গং প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
হাফেজ নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর (৩৬), রহিম উদ্দিন (৩৮), হাম্মদ মিয়া (২৮), ইসরাফিল (৬০), নুনু মিয়া (৩৫), ফজলু মিয়া (৩২), সাজ্জাদ মিয়া (৩৩), নিজাম উদ্দিন (৩৬)।
অপরপক্ষের আহতরা হলেন—
শামীম আহমদ মনা (৪৫), শামসু মিয়া (৬২), সুলেমান মিয়া (৫২), জুয়েল আহমদ (৪০), আলতা মিয়া (৪৫), রোমান মিয়া (৩৫), জনি (২২) ও রব্বান মিয়া (৩০) প্রমুখ।
গুরুতর আহত হাফেজ নজরুল ইসলাম, রায়হান কবীর, রহিম উদ্দিন, হাম্মদ মিয়া ও নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে হাফেজ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, পুরাতন মুয়াতাল্লি আলাল মিয়া জবাবদিহিতা দিতে চাইলে প্রতিপক্ষ মসজিদের ভেতরেই আমাদের উপর হামলা চালায় ও নামাজ পড়ায় বাধা দেয়।
অপরপক্ষের শামীম আহমদ মনা দাবি করেন, পুরাতন মুয়াতাল্লির হিসাব-নিকাশে গড়মিল ছিল, ৩৬ হাজার টাকার কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা সঠিক হিসাব চাইলে হাফেজ নজরুল গং উত্তেজিত হয়। উল্লেখ্য, তিনি মসজিদ কমিটির সদস্য নন।
এ প্রসঙ্গে মুয়াতাল্লি আলাল মিয়া বলেন, আমি হিসাব দিতে রাজি ছিলাম। কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি বেঁধে যায়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা