নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে ২৬ টি পরিবারের মাঝে বিদ্যুতের আলো পৌঁছে দিলেন এমপি মুনিম চৌধুরী বাবু।
গত রবিবার রাত ৮ টায় মানিকপুর পুর্ব পাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভায় মানিকপুর গ্রামের বিশিষ্ট্য মুরব্বি তাহির উল্লার সভাপতিত্বে ও যুবলীগনেতা এস এম লিটন পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডি জি এম আব্দুল বারী, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, পল্লী বিদ্যুত ১২নং এলাকার পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার,
স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ সভাপতি আব্দুল হান্নান, কাজী জাহান, সাধারন সম্পাদক ফরহাদ ফুল, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা যুব সংহতি নেতা তোফায়েল আহমেদ সায়েদ, নিউটন সুত্র ধর, খালেদ চৌধুরী, আব্দুল মালিক, উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল কাসেম, জুবেল আহমেদ প্রমূখ।
Leave a Reply