নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:: প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে নবীগঞ্জ উপজেলার সামিট বিবিয়ানা পাওয়ার বিদ্যুত প্লান্ট হতে দুর্ঘাপুর পর্যন্ত ৩কিঃ মিঃ পাকা রাস্তার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ জুলাই) বিকেলে আনুষ্টানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ লুৎফুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইউসুফ চৌধুরী,
জেলা যুবসংহতির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য দুলাল আহমদ, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, জাপা নেতা তজমুল মিয়া, মোঃ আলা উদ্দিন, সিদ্দিক আলী, নুরুল হক, ফয়ছল মিয়া, নুরুল আমীন, আখদ্দুছ মিয়া প্রমুখ।
Leave a Reply