-
- জাতীয়
- নবীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- আপডেট টাইম : August, 6, 2019, 8:59 pm
- 408 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা॥নবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে ২শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (৬আগস্ট) মঙ্গলবারসকালের দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামে ও সদরইউনিয়নের দত্তগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুহয়।
জানাযায়, উল্লেখিত সময় উপজেলার করগাঁওইউনিয়নের জন্তরী গ্রামের জসিম উদ্দিনের কন্যাতামান্না আক্তার (৩) পরিবারের সকলের অগোচরে বাড়ীরপাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন অনেকখোজাখুজির পর তাকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায়উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকেএকই উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের মিজানুররহমানের ছেলে আব্দুর রহমান (২) নামে এক ছেলে পরিবারেরসকলের অগোচরে বাড়ীর নিকটে একটি পুকুরে পড়ে যায়।অনেকক্ষন পরে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্বার করেনবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকতাকে মৃত ঘোষনা করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগেরচিকিৎসক গৌতম কুমার পানিতে ডুবে দুই শিশুরমৃত্যুও সত্যতা নিশ্চিত করেন ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply